Anupam Roy
তোমায় নিয়েই গল্প হোক | Tomay Niyei Golpo Hok - Highway Movie | Lyrics
#Song: Tomay Niyei Golpo Hok
#Artist: Anupam Roy
#Movie: Highway
#Lyrics -
ভিজছে কাক আয়না থাক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাঁক আনতে যাক
বৃষ্টি ধোঁয়া কলসি জল
শহরতলি জুড়ে গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাঁক আনতে যাক
বৃষ্টি ধোঁয়া কলসি জল
শহরতলি জুড়ে গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক
ভিজছে কাক আয়না থাক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাঁক আনতে যাক
বৃষ্টি ধোঁয়া কলসি জল
শহরতলি জুড়ে গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাঁক আনতে যাক
বৃষ্টি ধোঁয়া কলসি জল
শহরতলি জুড়ে গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেঁড়া
স্বপ্ন ধোঁয়া উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
তোমার চোখ মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোঁয়া মুদ্রাদোষ
তোমার কথার খুব ওজন
হাজার করতালি তোমায় বলে খালি
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেঁড়া
স্বপ্ন ধোঁয়া উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেঁড়া
স্বপ্ন ধোঁয়া উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
উড়ছে উড়ুক
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)