ARK | Hasan
আয়না | Ayna - Hasan | Lyrics
#Song: Ayna
#Artist: Hasan
#Album: Tajmohol
#Band: ARK
#Lyrics -
আয়না অথবা তুমি
স্বচ্ছ জল অথবা তুমি
আয়না অথবা তুমি
স্বচ্ছ জল অথবা তুমি
অথবা তুমি
রেশমি সুতোর চাঁদরে তুমি
অথবা কৃষাণের কাচির ধারে তুমি
স্বচ্ছ জল অথবা তুমি
আয়না অথবা তুমি
স্বচ্ছ জল অথবা তুমি
অথবা তুমি
রেশমি সুতোর চাঁদরে তুমি
অথবা কৃষাণের কাচির ধারে তুমি
এমন কি নির্মল বায়ুতে
শুধু তুমি ও ও ও তুমি ও ও ও
কিংবা বুকের ভেতর ভরা কোন সুখ
শুধু সুখ আ আ সুখ
শুধু তুমি ও ও ও তুমি ও ও ও
কিংবা বুকের ভেতর ভরা কোন সুখ
শুধু সুখ আ আ সুখ
অথবা তুমি অথবা তুমি
ঝড় অথবা তুমি
সমুদ্রেও তুমি
প্রেম অথবা তুমি
সুন্দরেও তুমি
নীলাকাশের আদিগন্তে
তোমাকেই খুঁজে পাই
রেশমি সুতোর চাঁদরে তুমি
অথবা কৃষাণের কাচির ধারে তুমি
এমন কি নির্মল বায়ুতে
শুধু তুমি ও ও ও তুমি ও ও ও
কিংবা বুকের ভেতর ভরা কোন সুখ
শুধু সুখ আ আ সুখ
শুধু সুখ আ আ সুখ
অথবা তুমি অথবা তুমি
স্বচ্ছ জল অথবা তুমি
আয়না অথবা তুমি
স্বচ্ছ জল অথবা তুমি
অথবা তুমি
রেশমি সুতোর চাঁদরে তুমি
অথবা কৃষাণের কাচির ধারে তুমি
এমন কি নির্মল বায়ুতে
শুধু তুমি ও ও ও তুমি ও ও ও
কিংবা বুকের ভেতর ভরা কোন সুখ
শুধু সুখ আ আ সুখ
শুধু সুখ আ আ সুখ
অথবা তুমি অথবা তুমি
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
হাসান ভাইয়ের পাশ্চাত্যে (পশ্চিমা) রাষ্ট্রে প্রকাশ পাওয়ার মত গানগুলো ভালোই লাগে
ReplyDelete