Bangla Natok Song
কুয়াশা ভরা বিকেলে | Kuasha Vora Bikele - NishanBlues | Lyrics
#Song: Kuasha Bhora Bikele
#Artist: NishanBlues [Kazi Nipu]
#Band: Charpoka
#Natok: Kalo Ar Dholo Bahire Kebol
#Lyrics -
কুয়াশা ভরা বিকেলে
এসেছিলে তুমি একা
পূর্বের সেই ক্ষনে
ভালোবাসার জাল বুনে
এসেছিলে তুমি একা
পূর্বের সেই ক্ষনে
ভালোবাসার জাল বুনে
হৃদয়ের সিক্ত ভালোবাসা নিয়ে
দিয়ে ছিলে দেখা তুমি একবার
দিশেহারা এই মন
মানে না কোনো বাঁধন
ফিরে পেতে চায় তোমায়
তোমারই অপূর্ণতায়
হৃদয়ের সিক্ত ভালোবাসা নিয়ে
দিয়ে ছিলে দেখা তুমি একবার
কুয়াশা ভরা বিকেলে
এসেছিলে তুমি একা
পূর্বের সেই ক্ষনে
ভালোবাসার জাল বুনে
Posted: Friday, October 30, 2020
ভালোবাসার জাল বুনে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)