BLACK
চেনা দুঃখ | Chena Dukkho - Black | Lyrics
#Song: Chena Dukkho
#Artist: Jon
#Album: Charpotro [Mixed]
#Band: Black
#Lyrics -
তবুও অপেক্ষায় থেকো রাত জেগে
আমি ফিরতেও পারি কথার টানে
তোমার অজস্র শব্দের মুঠোয় জীবন
#Band: Black
#Lyrics -
তবুও অপেক্ষায় থেকো রাত জেগে
আমি ফিরতেও পারি কথার টানে
তোমার অজস্র শব্দের মুঠোয় জীবন
আমার নিয়ত ক্ষয়ের পাশে
কেনো যে বাঁচতে চাই?
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুঁয়ে
মাঝরাতের চাঁদ ডুবে গেলে, ঘুমের ঘোরে
তোমার আলোটুকুর দিকে চেয়ে হাটছি
দিক চিহ্নহীন এই আমি সহসা বৃষ্টিতে
মনে হয় মায়াবী তুমি দাঁড়িয়ে পাশে
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুঁয়ে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)