Rock 707 Album
অপ্রাপ্তি | Oprapti - Treadnote | Lyrics
#Song: Oprapti
#Album: Rock 707 [Mixed]
#Band: Treadnote
#Lyrics -
ধিরে সেই মৌনতা
পেছনে ফিরে পাওয়া
পুরনো সমাপ্তি
হোক না আমার পরাজয়ের তরী
এগিয়ে যাওয়ার হৃদয়ে
নিজ ভুবনে নিজেকে
ফিরে পাবার আমি অপেক্ষায়
যাবো না ফিরে নিরাশা প্রান্তরে
দেখবো এই দু'চোখে অসময়ের অবশেষ
পেরিয়ে আমি কষ্ট ভুলে
দেখেছি কি রং যখন সুখ নিজ ভেতরে
হোক না জয় সাগরে উঠা এই হৃদপিণ্ডে
আর নয় পরাজয় আমার ভেতরে
যাবো না ফিরে নিরাশা প্রান্তরে
দেখবো এই দু'চোখে অসময়ের অবশেষ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)