Mixed Album | Agontuk 3
ধোয়ার মাঝে | Dhoar Majhey - Shade | Lyrics
#Song: Dhoyar Majhee
#Album: Agontuk 3
#Band: Shade
#Lyrics -
অন্ধকার রাতে নীরবতায় ঘেরা
আর্তনাদ আমার কেউ শোনে না
ভেতর থেকে আমার ক্রোধ
স্বচ্ছ কাঁচের মন
ভেঙে বেরিয়ে আসে
একা এই প্রহরে
আর্তনাদ আমার কেউ শোনে না
ভেতর থেকে আমার ক্রোধ
স্বচ্ছ কাঁচের মন
ভেঙে বেরিয়ে আসে
একা এই প্রহরে
কুয়াশার মাঝে দেখা দেয় এক ছায়া
লন্ঠনের আলোতে অস্পষ্ট চেহারা
সে আমার মন খুঁজে পায়
আমায় সাথে নিয়ে যায়
চারিপাশ কালো আকাশে বদলে যায়
আর্তনাদ বিকট আর্তনাদ
তাও যায় না শোনা
আমার শেষ নিঃশ্বাসটুকুও
হয়ে যায় বিলীন
নীল আকাশ আবার
দেখা দেয় বহুদুরে
বন্দি আমি এই অসৎ জগতে
কুয়াশার মাঝে দেখা দেয় এক ছায়া
লন্ঠনের আলোতে অস্পষ্ট চেহারা
সে আমার মন খুজে পায়
আমায় সাথে নিয়ে যায়
চারিপাশ কালো আকাশে বদলে যায়
যেতে পারিনা আমি, আকাশের তরে
বাতাসে ভেসে যেতে চাই, দূরে
ধোঁয়ার মাঝে চলে যায় আমায় ফেলে
আজন্ম এই মৃত্যুর শহরে
বসে থাকি ধোঁয়ারই মাঝে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)