Rock 505 Album
জানি না | Jani Na - Bohemian | Lyrics
#Song: Jani Na
#Album: Rock 505 [Mixed]
#Band: Bohemian
#Lyrics -
এই রাতে শহরে আসে আর কত আঁধার
চোখ মেলে দেখো চারিদিকে
সবি যেন ধ্বংসে প্রবণতায়
কে বাঁচে কে মরে
কারো যেন নেই কোন সময়
সবি যেন ধ্বংসে প্রবণতায়
কে বাঁচে কে মরে
কারো যেন নেই কোন সময়
কেনো, আজ আমার নেই তো কোন পিছুটান
জীবনের যত আলো সবি শুধু আমার
পৃথিবীর রঙের আবরণে সবি সাদাকালো
মিথ্যে তোমার হাসি
মিথ্যে তোমার আয়োজন
মিথ্যে তোমার সুখ
মিথ্যে তোমার অভিমান
কেনো, আজ আমার নেই তো কোন পিছুটান
জীবনের যত আলো সবি শুধু আমার
জীবনের যত আলো সবি শুধু আমার
যেন আমার নেই কোন পিছুটান
আজ আমার নেই তো কোন পিছুটান
জীবনের যত আলো সবি শুধু আমার
আজ আমার নেই তো কোন পিছুটান
জীবনের যত আলো সবি শুধু আমার
Posted: Friday, November 6, 2020
জীবনের যত আলো সবি শুধু আমার
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)