Hridoy Khan
Prem Bolo Tumi Ki | প্রেম বল তুমি কি - Hridoy Khan | Lyrics
#Song: Prem
#Artist: Hridoy Khan & Kona
#Movie: Chorabali
#Lyrics -
একি অনুভবে ভাবনা ভাবায়
ভালোবাসা সে চলে যায়
ফিরে আয় ডাকি বারে বারে
সে তো দেয় না ধরা
ভালোবাসা সে চলে যায়
ফিরে আয় ডাকি বারে বারে
সে তো দেয় না ধরা
যেন মনে মনে মন ভোলানো
নিজেকে নিজে ঠকানো
যা বলার বলা না বলা
ভুল ফুল ফোটানো
প্রেম বলো তুমি কি!
দেখাবে সোনালি দিন
প্রেম বলো তুমি কি!
ভোলাবে দুখেরই দিন
প্রেম বলো তুমি কি!
দেখাবে সোনালি দিন
প্রেম বলো তুমি কি!
ভোলাবে দুখেরই দিন
বুঝি না কি করে
দোটানায় কাটেনা আর
ভাবি একবার তারে ভুলে যাব
ভাবি তারে আরও বেশি
কাছে যত আসি
তত দূরে যাই
বলতে চাই
নিজেকে কত দেব ফাকি
দোটানায় কাটেনা আর
ভাবি একবার তারে ভুলে যাব
ভাবি তারে আরও বেশি
কাছে যত আসি
তত দূরে যাই
বলতে চাই
নিজেকে কত দেব ফাকি
প্রেম বলো তুমি কি!
দেখাবে সোনালি দিন
প্রেম বলো তুমি কি!
ভোলাবে দুখেরই দিন
প্রেম বলো তুমি কি!
দেখাবে সোনালি দিন
প্রেম বলো তুমি কি!
ভোলাবে দুখেরই দিন
দখিনা হাওয়ায় নিয়ে যাও
মুছে দাও যত স্মৃতি তাও
সে ত স্মৃতি নয়
সে যে অনুভবে দুঃখ জাগানিয়া বাশি
কাছে যত আসি
তত দূরে যাই
বলতে চাই
নিজেকে কত দেব ফাকি
প্রেম বলো তুমি কি!
দেখাবে সোনালি দিন
প্রেম বলো তুমি কি!
ভোলাবে দুখেরই দিন
প্রেম বলো তুমি কি!
দেখাবে সোনালি দিন
প্রেম বলো তুমি কি!
ভোলাবে দুখেরই দিন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)