Old Songs
বেদনা মধুর হয়ে যায় | Bedona Modhur Hoye Jay - Jagjit Singh | Lyrics
#Song: Bedona Madhur Hoye Jaay
#Artist: Jagjit Singh
#Album: Trishna
#Lyrics -
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)