BLACK
আত্মকেন্দ্রিক | Attokendrik - Black | Lyrics
#Song: Attokendrik
#Artist: Jon
#Album: Black [Studio Album]
#Band: Black
#Lyrics -
ঘড়িতে এখন কতটা বাজে
খেয়াল করো ঘড়ির কাঁটা
এখন কোন দিকে
এই গান হয়তো তোমার
কিছু সময় কেড়ে নিবে
সময় কাড়ার আগে
কিছু বলতে চাই
আমি তোমাদের
বাঁচো নিজেকে নিয়ে
সময় থাকে না থেমে
বিশাল আকাশের নীচে
জীবন অনেক ছোট্ট
খেয়াল করো ঘড়ির কাঁটা
এখন কোন দিকে
এই গান হয়তো তোমার
কিছু সময় কেড়ে নিবে
সময় কাড়ার আগে
কিছু বলতে চাই
আমি তোমাদের
বাঁচো নিজেকে নিয়ে
সময় থাকে না থেমে
বিশাল আকাশের নীচে
জীবন অনেক ছোট্ট
এই রোদ এই বৃষ্টি
সবই তোমার অর্জন
বৃষ্টি হলে কেঁদো না
রোদ আছে অপেক্ষায়
বাঁচো নিজেকে নিয়ে
সময় থাকে না থেমে
বিশাল আকাশের নীচে
জীবন অনেক ছোট্ট
আমি অনেক দিয়েছি অনেককে
কেড়েও নিয়েছি অনেক কিছু
সব কিছুর অঙ্ক মেলাতে গিয়ে
ফিরে এসেছি নিজের কাছে
বাঁচো নিজেকে নিয়ে
সময় থাকে না থেমে
বিশাল আকাশের নীচে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)