BLACK

হাত বাড়াও | Haat Barao - Black | Lyrics

#Song: Haat Barao 
#Artist: Jon Kabir 
#Album: Black [Studio Album] 
#Band: Black 
#Lyrics - 

ঘুম থেকে আজ উঠবো না 
ঘরের বাইরে যাব না 
সূর্যকে আজ দেখবো না আমি 
যদি তুমি না হাসো 
আদর করে না ডাকো 
আমি কোথাও যাচ্ছি না 

হাত বাড়াও, টেনে নাও 
আমাকে এখনই 

দেখো বাইরে অন্ধকার 
নেই কোনও শব্দ 
এসবের কারণ তুমি 
তোমার কাছে আমি 
বিবর্ণ ছবির মতো এখনও আছি 

হাত বাড়াও, টেনে নাও 
আমাকে এখনই 

Posted: Friday, January 8, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)