Bangla Mixed Album

বেলা শেষে | Bela Seshe - Prince Mahmud | Lyrics

#Song: Bela Seshe 
#Vocal: 
Prince Mahmud 
#Lyric: Ehsan 
#Album: Se Kemon Meye (90's) 
#Band: From West 
#Lyrics - 

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায় 
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায় 
মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায় 
সাজিয়ে রেখো মন মণি কোঠায় 

বিদায়ের ফুলঝুড়ি গাঁথা হলো না 
স্বপ্নেরা তাই সাজে ফিরে এলো না 
অশ্রু যা ঝরে গেছে নিভিয়ে আশায় 
সাঝেরি আঁধার কাটে বিলিয়ে আমায় 

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায় 
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়

তুমিহারা এভাবেই কাটবে জীবন 
ব্যাথার মাঝে জানি আসবে মরণ 
আশার শিশিরটুকু শুধু ঢেকে যায় 
না পাওয়ার স্মৃতি থাকে বিষণ্ণতায় 

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায় 
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায় 
মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায় 
সাজিয়ে রেখো মন মণি কোঠায় 

Posted: Tuesday, February 2, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)