Mixed - Band
কেমন যেন | Kemon Jeno - Highway | Lyrics
#Song: Kemon Jeno
#Album: Shopnochura-1
#Band: Highway
#Lyrics -
কত ছবির অকূল জগত
নিজের বিশ্বাস নিজের কাছে, কেমন যেন
স্বপ্নীল এক নীল চোখ, নীল চোখ
অফুরন্ত স্বপ্ন সৃষ্টির উল্লাস, কেমন যেন
আমার বুকের মাঝে সুখের বাসা
চোখের জলে ভালোবাসা
আমার মনের কাঠ যে ঘুণে ধরা
তোমার জন্যে দিশেহারা
নিজের বিশ্বাস নিজের কাছে, কেমন যেন
স্বপ্নীল এক নীল চোখ, নীল চোখ
অফুরন্ত স্বপ্ন সৃষ্টির উল্লাস, কেমন যেন
আমার বুকের মাঝে সুখের বাসা
চোখের জলে ভালোবাসা
আমার মনের কাঠ যে ঘুণে ধরা
তোমার জন্যে দিশেহারা
যা খুঁজি মরীচিকা মিথ্যে
ধূসর স্বপ্ন গোধূলির মত অসত্য
রক্তিম সূর্য সাদা মেঘের নীলাকাশ, নীলাকাশ
বোঝাতে লাগে পরিচিত এক জীর্ণ বিশ্বাস
আমার বুকের মাঝে সুখের বাসা
চোখের জলে ভালোবাসা
আমার মনের কাঠ যে ঘুণে ধরা
তোমার জন্যে দিশেহারা
আমার দেখার ভুল নাকি জোছনা চোখের জল
আমার বোঝার ভুল নাকি তোমার কোন প্রিয়জন
আমার চোখের অশ্রু নাকি বৃষ্টির এলোমেলো ফোঁটা
নদীর ঘ্রাণ আজও কূলহারা, কূলহারা
আমার বুকের মাঝে সুখের বাসা
আমার মনের কাঠ যে ঘুণে ধরা
তোমার জন্যে
আমার বুকের মাঝে সুখের বাসা
চোখের জলে ভালোবাসা
আমার মনের কাঠ যে ঘুণে ধরা
তোমার জন্যে
আমার দু: খের মাঝে সুখের বাসা
চোখের জলে
আমার মনের কাঠ যে ঘুণে ধরা
তোমার জন্যে
আমার দু: খের মাঝে সুখের বাসা
চোখের জলে ভালবাসা
আমার মনের কাঠ যে ঘুণে ধরা
তোমার জন্যে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)