ARK | Hasan
ভীরু ভীরু পায়ে | Bhiru Bhiru Paye - ARK | Lyrics
#Song: Bhiru Bhiru Paye
#Album: Nei Tumi
#Band: ARK
#Lyrics -
ভীরু ভীরু পায়ে এসেছিলে কাছে
কোন সে সুরে বেঁধেছ হৃদয়
মনে পড়ে আজো সেই হাসিরও ছোঁয়ায়
দূরে দূরে থেকে বলেছো কথা
কোন সে সুরে বেঁধেছ হৃদয়
মনে পড়ে আজো সেই হাসিরও ছোঁয়ায়
দূরে দূরে থেকে বলেছো কথা
হঠাত করে যেনো ঝড়ের খেলা
ভেঙ্গে দিল সেই সময়
এলোমেলো হয়ে গেল
সাজানো নকশীকাঁথা
হলো না বলা তোমায়
ফিরিয়ে দেব হাসি তোমার
আমাদের সুরে জানি যে আবার
ফুল ফুটবে কোনদিন আবার
নতুন ভোরে ভালোবাসার চাদরে
না কেঁদো না, না তুমি দুঃখ পেওনা
এ সুর মুছে ফেলো না ভুলো না
জানি তবু তুমি চলেই যাবে
দু'চোখের সীমানা ছেড়ে
তাই তো এলোমেলো হয়ে গেল
সাজানো নকশীকাঁথা
হলো না বলা তোমায়
ভীরু ভীরু পায়ে এসেছিলে কাছে
কোন সে সুরে বেঁধেছ হৃদয়
মনে পড়ে আজো সেই হাসিরও ছোঁয়ায়
দূরে দূরে থেকে বলেছো কথা
কোন সে সুরে বেঁধেছ হৃদয়
মনে পড়ে আজো সেই হাসিরও ছোঁয়ায়
দূরে দূরে থেকে বলেছো কথা
হঠাত করে যেনো ঝড়ের খেলা
ভেঙ্গে দিল সেই সময়
এলোমেলো হয়ে গেল
সাজানো নকশীকাঁথা
হলো না বলা তোমায়
Posted: Sunday, March 14, 2021
ভেঙ্গে দিল সেই সময়
এলোমেলো হয়ে গেল
সাজানো নকশীকাঁথা
হলো না বলা তোমায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)