ARK | Hasan
দুজনে ঘুরে আসি | Dujone Ghure Ashi - Hasan | Lyrics
#Song: Dujone Ghure Ashi
#Artist: Hasan
#Album: Harjit
#Composer: Prince Mahmud
#Lyrics -
যাই চলো, এ কোলাহল ছেড়ে
যাই চলো, এখানে মনের কথা
যায় কি বলা তুমি বলো
যাই চলো, নরম ঘাসের কাছে
কোলাহলে যায় মনের কথা কি বলো
যাই চলো, এখানে মনের কথা
যায় কি বলা তুমি বলো
যাই চলো, নরম ঘাসের কাছে
কোলাহলে যায় মনের কথা কি বলো
আরো দূরে চলোনা যাই, দুজনে ঘুরে আসি
নিবিড় করে পাবো তোমায়, বলবে ভালোবাসি
আরো দূরে চলনা যাই, দুজনে ঘুরে আসি
কোন স্নিগ্ধ শ্যামল ছায়ায়, বলোনা ভালোবাসি
কথা হবে চোখে চোখে স্বপ্নিক আহ্বানে
গোধূলির মত নিষ্পাপ সেই চাওয়া
আকাশে পৌঁছে দেবো ভালোলাগা
অনুভবের এই প্রগাঢ়তায়
আরো দূরে চলোনা যাই, দুজনে ঘুরে আসি
নিবিড় করে পাবো তোমায়, বলবে ভালোবাসি
আরো দূরে চলনা যাই, দুজনে ঘুরে আসি
কোন স্নিগ্ধ শ্যামল ছায়ায়, বলোনা ভালোবাসি
নিবিড় করে পাবো তোমায়, বলবে ভালোবাসি
আরো দূরে চলনা যাই, দুজনে ঘুরে আসি
কোন স্নিগ্ধ শ্যামল ছায়ায়, বলোনা ভালোবাসি
যাই চলো, এ কোলাহল ছেড়ে
যাই চলো, এখানে মনের কথা
যায় কি বলা তুমি বলো
যাই চলো, নরম ঘাসের কাছে
কোলাহলে যায় মনের কথা কি বলো
আরো দূরে চলনা যাই, দুজনে ঘুরে আসি
নিবিড় করে পাবো তোমায়, বলবে ভালোবাসি
আরো দূরে চলনা যাই, দুজনে ঘুরে আসি
কোন স্নিগ্ধ শ্যামল ছায়ায়, বলোনা ভালোবাসি
Posted: Monday, March 15, 2021
নিবিড় করে পাবো তোমায়, বলবে ভালোবাসি
আরো দূরে চলনা যাই, দুজনে ঘুরে আসি
কোন স্নিগ্ধ শ্যামল ছায়ায়, বলোনা ভালোবাসি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)