Old Songs
মধু মালতী ডাকে আয় | Modhu Maloti Dake Aay | Lyrics
#Song: Madhumalati Dake Aay
#Artist: Sandhya Mukherjee
#Album: Best Of Sandhya Mukherje
#Lyrics -
মধু মালতী ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
মধু মালতী ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
যুথি কামিনী কতো কথা
যুথি কামিনী কতো কথা
গোপনে বলে মলোয়ায়
মধু মালতী ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
মধু মালতী ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
যুথি কামিনী কতো কথা
যুথি কামিনী কতো কথা
গোপনে বলে মলোয়ায়
মধু মালতী ডাকে আয়
চাঁপা বনে অলি সনে
আজ লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে
কি মাধুরি গো কি মাধুরি
মনো চাহে যে ধরা দিতে
মনো চাহে যে ধরা দিতে
তবু সে লাজে সরে যায়
মধুমালতী ডাকে আয়
মনো চাহে যে ধরা দিতে
তবু সে লাজে সরে যায়
মধুমালতী ডাকে আয়
মালা হয়ে প্রাণে মম
কে জড়ালো কে জড়ালো
ফুল রেণু মধু বায়ে
কে ঝরালো কে ঝরালো
জানি জানি কে মোর হিয়া
জানি জানি কে মোর হিয়া
রাঙালো রাঙা কামনায়
কে জড়ালো কে জড়ালো
ফুল রেণু মধু বায়ে
কে ঝরালো কে ঝরালো
জানি জানি কে মোর হিয়া
জানি জানি কে মোর হিয়া
রাঙালো রাঙা কামনায়
মধু মালতী ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
মধু মালতী ডাকে আয়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)