Mixed - Band
ছায়াসঙ্গী | Chaya Shongi - Firebrand | Lyrics
#Song: Chayashongi
#Album: Firebrand
#Band: FireBrand
#Lyrics -
তারা জ্বলবে আকাশে
পাখি ডাকবে তোমায়
যতদূর যাও তুমি
আমি থাকবো পাশে
ভয় পেওনা একা
আমি চিরকাল তোমার
তাকিয়ে দেখলে পাবে
আমারই ছায়া
পাখি ডাকবে তোমায়
যতদূর যাও তুমি
আমি থাকবো পাশে
ভয় পেওনা একা
আমি চিরকাল তোমার
তাকিয়ে দেখলে পাবে
আমারই ছায়া
দূরের বাতাস বলবে
শুধু আমার কথা
স্মৃতির টানে ফিরে
পাওয়া ভালোবাসা
নিঃসঙ্গতার শূন্যতায়
শুধু আমার সুর
বন্ধ চোখে থাকবেনা
তখন আার দূর
তুমি হারাবে স্মৃতিতে
মেঘ কাঁদবে তোমার সাথে
সাগরের জল মুছে দিবে
তোমার বেদনা
ভয় পেওনা একা
আমি চিরকাল তোমার
তাকিয়ে দেখলে পাবে
আমারই ছায়া
দূরের বাতাস বলবে
শুধু আমার কথা
স্মৃতির টানে ফিরে
পাওয়া ভালোবাসা
নিঃসঙ্গতার শূন্যতায়
শুধু আমার সুর
বন্ধ চোখ থাকবেনা
তখন আর দূর
Posted: Saturday, June 19, 2021
দূরের বাতাস বলবে
শুধু আমার কথা
স্মৃতির টানে ফিরে
পাওয়া ভালোবাসা
নিঃসঙ্গতার শূন্যতায়
শুধু আমার সুর
বন্ধ চোখ থাকবেনা
তখন আর দূর
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)