- Bangla Movie Song -

এখন তো সময় ভালোবাসার | Ekhon To Shomoy Bhalobashar - Runa Laila & Agun | Lyrics

#Song: Ekhon To Shomoy Valobashar 
#Artist: Runa Laila & Agun 
#Movie: Keyamat Theke Keyamat (1993) 
#Lyrics - 
 
এখন তো সময় ভালোবাসার 
এ দুটি হৃদয় কাছে আসার 
তুমি যে একা, আমিও যে একা 
লাগে যে ভালো, ও প্রিয়.. ও প্রিয় 

পেয়েছি তোমাকে এতদিনে 
যেও না সরে গো অভিমানে 
আমি তোমারি ও বুকে নাও টেনে 
এখন তো সময় ভালোবাসার 
এ দুটি হৃদয় কাছে আসার 
তুমি যে একা, আমিও যে একা 
লাগে যে ভালো, ও প্রিয়.. ও প্রিয় 

কী ছোঁয়া আমাকে দিলে তুমি 
রাত দিন তোমাকে ভাবি আমি 
কেনো বোঝ না প্রেমেরও পাগলামী 

ও হো.. এখন তো সময় ভালোবাসার 
এ দুটি হৃদয় কাছে আসার 
তুমি যে একা, আমিও যে একা 
লাগে যে ভালো, ও প্রিয়.. ও প্রিয় 

Posted: Sunday, June 20, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)