- Bangla Movie Song -
ইশারায় শিস দিয়ে | Isharay Sish Diye - Sabina Yasmin | Lyrics
#Song: Esharay Sish Diye
#Artist: Sabina Yasmin
#Movie: Bondini (1976)
#Lyrics -
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
লাজে... মরি, মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
লাজে... মরি, মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
১৬টি বছর পার হয়েছে
বুঝিনি কখনো আগে
জীবনে প্রথম ফাগুন এলে
মনেতে আগুন লাগে
সে আগুন তুমি লাগালে যখন
এখন আমি কি করি
লাজে... মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
না পারি রইতে
না পারি সইতে
পাগল করে যে দিলে
নেভেনা জলে, এ কোন জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে
সে জ্বালা মেটাতে প্রেমের সাগরে
দু'জনেই ডুবে মরি
লাজে... মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
লাজে... মরি, মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)