- Bangla Movie Song -
আবার এলো যে সন্ধ্যা | Abar Elo Je Shondha - Happy Akhand | Lyrics
#Song: Abar Elo Je Shondha
#Artist: Happy Akhand
#Movie: Ghuddi (1980)
#Lyrics -
যেখানে নদী এসে থেমে গেছে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা, শুধু আমরা সবাই
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা, শুধু আমরা সবাই
ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে
ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে
ভাবি শুধু এখানে গান গাইবো
ফিরে যেতে মন নাহি চাইছে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা, শুধু আমরা সবাই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)