ARK | Hasan
এখনি নামলে আঁধার | Ekhoni Namle Adhar - Hasan | Lyrics
#Song: Ekhoni Namle Adhar
#Artist: Hasan
#Album: Apon Koshto
#Lyrics -
এখনি নামলে আঁধার
বলো কি হলো তাতে?
লুকিয়ে হাতের মুঠোয়
এনেছি সূর্যটাকে
কতটা অপূর্ণতায় দেখ আজ চাঁদ উঠেছে
নিজেকে সামলে রেখো
আজ আমার ঘুম ভেঙেছে
তাকিয়ে দেখ না চাঁদ সেজেছে নতুন করে
জোছনা রাত ফুরোলে রুপ হারাবে ভর দুপুরে
তবুও চাঁদ উঠেছে তোমার জানালাতে
অপূর্ণতা যায় যদি আজ এ রাতে
এখনি নামলে আঁধার
বলো কি হলো তাতে?
লুকিয়ে হাতের মুঠোয়
এনেছি সূর্যটাকে
জেনেছইতো আঁধার এলে
জোনাকিরাও এসে যায়
আমিও ঘুম তাড়াবো
তোমার ঘড়ের আংগিনায়
আমিও জেগে গেছি তোমার আলোটাতে
অপূর্ণতা যায় যদি আজ এ রাতে
এখনি নামলে আঁধার
বলো কি হলো তাতে?
লুকিয়ে হাতের মুঠোয়
এনেছি সূর্যটাকে
এখনি নামলে আঁধার
বলো কি হলো তাতে?
লুকিয়ে হাতের মুঠোয়
এনেছি সূর্যটাকে
তাকিয়ে দেখ না চাঁদ সেজেছে নতুন করে
জোছনা রাত ফুঁড়লে রুপ হারাবে ভর দুপুরে
তবুও চাঁদ উঠেছে তোমার জানালাতে
অপূর্ণতা যায় যদি আজ এ রাতে
এখনি নামলে আঁধার
বলো কি হলো তাতে?
লুকিয়ে হাতের মুঠোয়
এনেছি সূর্যটাকে
কতটা অপূর্ণতায় দেখ আজ চাঁদ উঠেছে
নিজেকে সামলে রেখো
আজ আমার ঘুম ভেঙেছে
এখনি নামলে আঁধার
এখনি নামলে আঁধার
Posted: Sunday, June 27, 2021
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)