ARK | Hasan
এত চাই তবুও | Eto Chai Tobou - Hasan | Lyrics
#Song: Eto Chai Tobou
#Artist: Hasan
#Album: Jonmo Bhumi (1998)
#Band: ARK
#Lyrics -
এতো চাই তবুও কেনো পাইনা
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়
আমি আজ বেদনাহত
অতটা পাইওনি যতটা চাওয়ার নয়
যদি তা চাইতাম ফিরে যেতাম
সেই অতীত জীবনের ভূমিকায়
দুর বহুদুরে সুরে সুরে
কত অতৃপ্ত তৃপ্তির বাসনায়
নতুন করে শুধরে নিতাম
চাওয়া পাওয়ার হিসেবটুকু
এতো চাই তবুও কেনো পাইনা
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়
ছোট্ট যারা শিশু শ্রমিক
ছোট্ট দুটি হাত
অমানমিক শ্রম বিনিময়
অল্প কটা ভাত
রক্ত পানির ন্যায্য পাওনা
কেনো সয় না সয়না
এতো চাই তবুও কেনো পাইনা
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়
সৃষ্ট কর্মে পুরষ্কারে
জুড়াবে তো নয়
স্রষ্টার আশীর্বাদে
সৃষ্টি যেনো হয়
ক্ষুদ্র আমার ক্ষুদ্র চাওয়া
ক্ষুদ্র সীমানা সীমানা
এতো চাই তবুও কেনো পাইনা
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়
আমি আজ বেদনাহত
অতটা পাইওনি যতটা চাওয়ার নয়
যদি তা চাইতাম ফিরে যেতাম
সেই অতীত জীবনের ভূমিকায়
দুর বহুদুরে সুরে সুরে
কত অতৃপ্ত তৃপ্তির বাসনায়
নতুন করে শুধরে নিতাম
চাওয়া পাওয়ার হিসেবটুকু
Posted: Sunday, June 13, 2021
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়
আমি আজ বেদনাহত
অতটা পাইওনি যতটা চাওয়ার নয়
যদি তা চাইতাম ফিরে যেতাম
সেই অতীত জীবনের ভূমিকায়
দুর বহুদুরে সুরে সুরে
কত অতৃপ্ত তৃপ্তির বাসনায়
নতুন করে শুধরে নিতাম
চাওয়া পাওয়ার হিসেবটুকু
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)