Mixed - Band
স্বপ্নময়ী | Shopnomoyi - Firebrand | Lyrics
#Song: Shopnomoyi
#Album: FireBrand
#Band: FireBrand
#Lyrics -
অনাদরের এই জীবনটাকে আজও
পিচে ফিরে তাকালে মনে পরে কি
সকালের মিষ্টি আলো আর তোর স্মৃতি
তুই কি সেই আমার স্বপ্নের সাথী
চলো ছুটে চলি মোরা আকাশপানে
জীবনের কোলাহল আর সব ত্যাগ করে
যেখানে মিশে আলো আর অনুভূতি
তোর আলোয় মুছে যায় আমার রাত্রি
এতদিন ছিল আমার এই জীবন
তোর কাছেই গোপন করলি না আপন
সময়ের সাথে ঘোরা সব স্মৃতি
শুধুই বলে রাখি আজকে বলবই
তোকেই নিয়েই এখন ঘেরা আমার এই জীবন
প্রথম দেখায় করেছিলাম তোকে আপন
সাজাবো আজ সুখ দিয়ে তোর ওই মন
ঊশার থেকে দাঁড়িয়ে হাঁটবো সারাক্ষন
একাকী আর আমি ভাবি একসাথে
হাতে হাত মিলিয়ে যাবো বহুদূরে
সকালের মিষ্টি আলো আর তোর স্মৃতি
তুই কি সেই আমার স্বপ্নের সাথী
এতদিন ছিল আমার এই জীবন
তোর কাছেই গোপন করলি না আপন
সময়ের সাথে ঘোরা সব স্মৃতি
শুধুই বলে রাখি আজকে বলবই
তোকে নিয়েই এখন ঘেরা আমার এই জীবন
প্রথম দেখায় করেছিলাম তোকে আপন
সাজাবো আজ সুখ দিয়ে তোর ওই মন
ঊশার থেকে দাঁড়িয়ে হাঁটবো সারাক্ষন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)