ARK | Hasan
প্রতিশ্রুতি | Protisruti - Hasan | Lyrics
#Song: Protisruti
#Album: Jonmo Bhumi (1998)
#Band: ARK
#Lyrics -
কোন এক ও ক্ষণে
তোমারই বিহনে
আমারই প্রতিশ্রুতি
রুদ্ধশ্বাসে অপরুপা বেশে
ছুটেছিলে লাজে অতি
তোমারই বিহনে
আমারই প্রতিশ্রুতি
রুদ্ধশ্বাসে অপরুপা বেশে
ছুটেছিলে লাজে অতি
মেহেদী রাঙ্গানো হাত দুটি হাতে
আলতো আলতা নুপুরের সাজে
লাল টুক টুক শাড়ির আঁচল
মমতার পাড় ছুঁয়ে যায়
বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি
জাগিয়ে নেশার জ্যোতি
রুদ্ধশ্বাসে অপরুপা বেশে
ছুটেছিলে লাজে অতি
ছুটেছিলে লাজে অতি
কোন এক ও ক্ষণে
তোমারই বিহনে
আমারই প্রতিশ্রুতি
রুদ্ধশ্বাসে অপরুপা বেশে
ছুটেছিলে লাজে অতি
তোমারই বিহনে
আমারই প্রতিশ্রুতি
রুদ্ধশ্বাসে অপরুপা বেশে
ছুটেছিলে লাজে অতি
কোন এক
Posted: Monday, June 14, 2021
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)