Asif

সংগে নিও | Shonge Nio - Asif | Lyrics

#Song: Songe Nio 
#Artist: Asif 
#Album: Tumi Shukhi Hou 
#Lyrics - 

তুমি হারিয়ে যাবার সময় 
আমায় সঙ্গে নিও 
তোমার থাকার পাশে 
আমার জায়গা করে দিও 

ভীষণ খরায় ছায়া দিও 
পিপাসাতে জল 
ভয় যদি পাই সাহস দিও 
গায়ে দিও বল 

কষ্টে আদর দিও 
ওরে আমায় সঙ্গে নিও 
তুমি হারিয়ে যাবার সময় 
আমায় সঙ্গে নিও 
তোমার থাকার পাশে 
আমার জায়গা করে দিও 

দু'চোখ ভরে অশ্রু যদি 
করে ছলছল 
জতন করে মুছে দিও 
হাসবো ঝলমল 
মনের খোরাক দিও 
তুমি আমায় সঙ্গে নিও 

তুমি হারিয়ে যাবার সময় 
আমায় সঙ্গে নিও 
তোমার থাকার পাশে 
আমার জায়গা করে দিও 

Posted: Saturday, June 19, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)