Asif
সংগে নিও | Shonge Nio - Asif | Lyrics
#Song: Songe Nio
#Artist: Asif
#Album: Tumi Shukhi Hou
#Lyrics -
তুমি হারিয়ে যাবার সময়
আমায় সঙ্গে নিও
তোমার থাকার পাশে
তোমার থাকার পাশে
আমার জায়গা করে দিও
ভীষণ খরায় ছায়া দিও
পিপাসাতে জল
ভয় যদি পাই সাহস দিও
গায়ে দিও বল
কষ্টে আদর দিও
ওরে আমায় সঙ্গে নিও
তুমি হারিয়ে যাবার সময়
আমায় সঙ্গে নিও
তোমার থাকার পাশে
আমার জায়গা করে দিও
করে ছলছল
জতন করে মুছে দিও
হাসবো ঝলমল
মনের খোরাক দিও
তুমি আমায় সঙ্গে নিও
তুমি হারিয়ে যাবার সময়
আমায় সঙ্গে নিও
তোমার থাকার পাশে
আমার জায়গা করে দিও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)