Chandrabindoo
মন | Mon - Chandrabindoo Band | Lyrics
#Song: Mon
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
#Album: Juju
#Band: Chandrabindoo
#Lyrics -
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা
হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা
মন রে (মন রে)
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগে না জাগে না সারারাত
মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগে না জাগে না সারারাত
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
মন রে (মন রে)
ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
আদরের দাগ যদি মোছে
এই নাও কিছু ঘুমপাড়ানি গান আলগোছে
বোঝোনা এটুকু শিলালিপি
মন রে, ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো এরকম
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো এরকম
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনাপোঁকা
বেপাড়ায় কাঁদবে না এমা ছিঃ ছিঃ বোকা
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোঁকা
বেপাড়ায় কাঁদবে না এমা ছিঃ ছিঃ বোকা
মন রে, না হয় পকেটে খুচরো পাথর রাখলাম
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)