Sachin Dev Burman
তুমি আর নেই সে তুমি | Tumi Aar Nei Se Tumi - SD Burman | Lyrics
#Song: Tumi Aar Nei Se Tumi
#Artist: S. D. Burman
#Lyrics -
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়, জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়, জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে
তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়, জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়, জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে
গুনগুন গুনগুন করো না অসময়, গুনগুন
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়, জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
Posted: Wednesday, June 23, 2021
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে
গুনগুন গুনগুন করো না অসময়, গুনগুন
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়, জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)