Sachin Dev Burman
তুমি এসেছিলে পরশু | Tumi Eshechile Porshu - SD Burman | Lyrics
#Song: Tumi Esechhile Porshu
#Artist: S.D Burman
#Album: Borne Gondhe Chonde Gitite
#Lyrics -
তুমি এসেছিলে পরশু
কাল কেনো আসো নি
তুমি কি আমায় বন্ধু
কাল ভালোবাসো নি
কাল কেনো আসো নি
তুমি কি আমায় বন্ধু
কাল ভালোবাসো নি
নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি
কাল কেনো আসো নি
কাল ভালোবাসো নি
আকাশে ছিলোনা বলে হায় চাঁদের পালকী
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষণী
কাল কেনো আসো নি
কাল ভালোবাসো নি
বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল
তুমি কি আমায় বন্ধু একবারও ডাকনি
কাল কেনো আসো নি
কাল ভালোবাসো নি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)