WARFAZE
ধূপছায়া | Dhupchaya - Warfaze | Lyrics
#Song: Dhupchaya
#Vocal: Sunjoy
#Album: Jibondhara
#Band: Warfaze
#Lyrics -
ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো
ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো
ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায়
ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো
বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমার এই কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
ধূপছায়া গোধূলি বেলায়, তুমি কাছে এসো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)