Mixed - Band

হঠাৎ দুজনে | Hotat Dujone - Raaga Band | Lyrics

#Song: Hotat Dujone 
#Singer: Elita 
#Band: Raaga 
#Lyrics - 

হঠাৎ দুজনে কেন হারালাম? 
একলা এই পথে এসে দারালাম? 
জানি এইভাবে অপেক্ষায় 
কেটে যাবে আমার সময় 
 
মনে পড়ে কী তোমায় আমার 
ভেবে আমি কান্নায় হইরান 
একা এখানে দাঁড়িয়ে 
শুধু তোমায় ভেবে যাই 
 
এলোমেলো হাওয়াই এই মন হারায় 
আঁধার কালো রাতে খুঁজি তোমায় 
তুমি রবে আমার মনে আমার ই প্রাথর্নায় 
এইটুকু মনে রেখো ভালোবাসি সবসময় 

Posted: Friday, August 13, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)