Rabindra Sangeet

মম চিত্তে | Momo Chittey | Lyrics

#Song: Momo Chittey 
#Lyric & Tune: Rabindranath Tagore 
#Lyrics - 

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে 
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ 
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে 
তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ 

হাসিকান্না হীরাপান্না দোলে ভালে 
কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে 
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে 
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ 

কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ 
দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ 
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে 
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ 

Posted: Friday, August 27, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)