Rabindra Sangeet
মম চিত্তে | Momo Chittey | Lyrics
#Song: Momo Chittey
#Lyric & Tune: Rabindranath Tagore
#Lyrics -
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ
হাসিকান্না হীরাপান্না দোলে ভালে
কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ
দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)