De-illumination

আবার আসিব ফিরে | Abar Ashibo Fire - De illumination | Lyrics

#Song: Abar Ashibo Fire 
#Album: Onibarjo 
#Band: De-illumination 
#Poetry: Jibanananda Das 
#Lyrics - 

আবার আসিব ফিরে 
ধানসিড়িটির তীরে এই বাংলায় 
হয়তো মানুষ নয় 
হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে 
হয়তো ভোরের কাক হয়ে 
এই কার্তিকের নবান্নের দেশে 
কুয়াশার বুকে ভেসে 
একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় 

হয়তো বা হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় 
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে 
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে 
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় 

হয়তো দেখিবে চেয়ে 
সুদর্শন উড়িতেছে সন্ধ্যার আকাশে 
হয়তো দেখিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে 
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে 
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে ডিঙা বায় 
রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে 
দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে 

Posted: Saturday, August 28, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)