Mixed - Band

Confusion - Bangla Five | Lyrics

#Song: Confusion 
#Album: Confusion 
#Band: Bangla Five 
#Lyrics - 

এই চেনা শহর চেনা সময় 
সময় গড়ালে অচেনাও হয় 
এই তোমায় নিয়ে আমি ভাবি 
তোমায় অনেক চিনে ফেলেছি 
আসলে কি করেছি ! 

তোমায় আমি চিনি না, আবার বোধয় চিনি 
তোমায় আমি চিনি না, আবার বোধয় চিনি 

এই ভালোবাসা দিলাম তোমায় 
কিন্তু একটা কিন্তু থেকেই যায় 
যখন দূরে দূরে থাকো তুমি 
তখন অনেক ভালোবেসে ফেলি হায় 
আসলে কি বেসেছি ? 

তোমায় ভালোবাসি না, আবার বোধয় বাসি 
তোমায় ভালোবাসি না, আবার বোধয় বাসি 

এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন 
চেনা অচেনায় দেখি 
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে 
ঠিক কিংবা ভুলে 
বইতে বইতে যেমন জল 
ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায় 
সুখদুঃখ কষ্টের পাহাড়ের ঝরণার মতো বয়ে চলা মানুষদের 

আমি ডাকি না, আমি ডাকি না 
আমি ডাকি না, আমি ডাকি না, নাকি ডাকি ! 
আমি চিনি না, আমি চিনি না 
আমি চিনি না, আমি চিনি না, নাকি চিনি ! 

কাউকে আমি চিনি না, আবার বোধয় চিনি 
কাউকে ভালোবাসি না, আবার বোধয় বাসি 
কাউকে আমি ডাকি না, আবার বোধয় ডাকি 

Posted: Sunday, September 5, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)