WARFAZE

নির্বাসন | Nirbashon - Warfaze | Lyrics

#Song: Nirbashon 
#Vocal: Sunjoy 
#Album: Obak Bhalobasha 
#Band: Warfaze 
Nirbason Warfaze Lyrics

আমাদের ভালোবাসা কোন কারনে 
একাকি করেছে দু'জনাকে 
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে 
নিঃস্ব হয়েছি আমি 

জানাতে চাইনি পালাবার কারন 
নিরব থেকেছি নিথর হয়ে 
দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে 
অন্যরকম এক চোখের জ্বলে 
বেদনার আবেগে 

প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে 
জীবন আমার থমকে আসন্ন এক মরনে 

আমাদের ভালোবাসা কোন কারনে 
একাকি করেছে দু'জনাকে 
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে 
নিঃস্ব হয়েছি আমি 

সেই তখন থেকে 
আমাদের এই পথ 
মোড় নিয়েছে অন্য বাঁকে 

এলোমেলো এই পাথর পথে 
হাটছি এখন এই স্মৃতির পাতায় একা 
অন্যভূবনে 
যাবার সময় 
এ নয় আমার 
ভালোবাসার 
পরাজয় 
তোমার 
হৃদয়ের 
কষ্ট 
কমাতে 
এ আমার ভালোবাসা 

Posted: Wednesday, September 8, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)