SHIRONAMHIN

শাঙন গগণে | Shangana Gogone - Shironamhin Rabindranath | Lyrics

#Song: Shangana Gogone 
#Vocal: Tanzir Tuhin 
#Lyric & Tune: Rabindranath Tagore 
#Album: Shironamhin Rabindranath 
#Band: Shironamhin 
#Lyrics - 
 
শাঙন গগণে ঘোর ঘনঘটা 
নিশীথ য়ামিনী (যামিনী) রে 
শাঙন গগণে ঘোর ঘনঘটা 
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
অবলা কামিনী রে 
শাঙন গগণে ঘোর ঘনঘটা 

উন্মদ পবনে যমুনা তর্জিত 
ঘন ঘন গর্জিত মেহ 
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত 
থরহর কম্পিত দেহ 
ঘন ঘন রিমঝিম রিমঝিম 
রিমঝিম, বরখত নীরদপুঞ্জ 
শাল পিয়ালে তাল তমালে 
নিবিড়তিমিরময় কুঞ্জ 

কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহে বজায়ত সকরুণ রাধা নাম 
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে 
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে 

গহন রয়নমে না যাও বালা 
নওলকিশোরক পাশ 
গরজে ঘন ঘন বহু ডর পাওব 
কহে ভানু তব দাস

Shironamhin dedicated their 4th album "Rabindranath" to Rabindranath Tagore and Rabindra Sangeet. 

Posted: Monday, December 6, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)