ARK | Hasan

বাংলাদেশ | Bangladesh - Hasan | ARK | Lyrics

#Song: Bangladesh 
#Artist: Hasan 
#Album: Jonmobhumi (1998) 
#Band: ARK 
#Lyrics - 

- বাংলাদেশ | আর্ক লিরিক্স - 

যে মাটির পরতে পরতে 
সোঁদা গন্ধ বীজ ঘুমিয়ে আছে 
সবুজরে সারি রাঙ্গানো দোলায় 
রাখালিয়া সুর মিশে একাকার 
এ মাটি নয় অন্য মাটি 
প্রতীভায় বরেণ্য ঘাঁটি 
সাধু সন্ন্যাসী পরিজন ভুলে 
বেঁধেছে স্বনীড় কি মায়াজালে 

যে মাটির মায়া 
কিষাণীর ছায়ায় 
কি মাতন দোলা 
শিল্পীর তুলি 
খোলা অঞ্জলী 
কভু যায় ভুলা 

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ 

যে মায়ের বুকে এঁকে বেঁকে যায়
খালবিল নদী অন্তধারায়
এ মা তো নয় অন্য মাতা
উপশম করে যে ব্যথা
লাখো সন্তানের বুকের অন্তরে
বিয়োগের পাশে স্বজনের বেশে

যে মায়ের কোলে
সুরগুঞ্জনে সুর পিউ পাপিয়া
পথে প্রান্তরে ফোঁরানো যেন
নকশী কাঁথা

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ 

পীর আউলিয়া হাসন রাজা
লালন শাহ জয়নুল কবি নজরুল
আব্বাস উদ্দিন রবীন্দ্র বিনম্র গাঁথা

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ 

Posted: Wednesday, January 12, 2022
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)