ARK | Hasan

গুরু | Guru - Hasan | ARK | Lyrics

#Song: Guru 
#Artist: Hasan 
#Album: Tajmohol (1996) 
#Band: ARK 
#Lyrics - 

- গুরু | আর্ক লিরিক্স - 

গুরু তোমার এমন বাণী দিয়েছো আমায় 
যুগে যুগে অমর হয়ে চেতনা জাগায় 
ঘুমিয়ে আছে যে জাতি ভীষণ অজ্ঞতায় 
জাগিয়ে দিয়েছ গুরু পথেরই দিশায় 

লালনের ওই একতারাতে ভবেরও জ্বালা 
মিটে যায় সে সুধা পানে অন্তরের জ্বালা 
জলের ভিতর কেমনে জ্বলে এমন এক পিদিম 
ঝর তুফানে বা বাতাসে তবু অমলিন 
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে 
কান্দে হাসন রাজার মন মইয়া রে 

গুরু আছে কতজনা আমারও দেশে 
কেউ বা ফকির কেউ সন্ন্যাসী অচেনা বেশে
সেই তো গুরু যে জন বলে ভক্তিরও কথা 
খুজে ফিরে জনে জনে অজানা ব্যাথা 

লালনের ওই একতারাতে ভবেরও মেলা 
মিটে যায় সে সুধা পানে অন্তরের জ্বালা 
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে 
কান্দে হাসন রাজার মন মইয়া রে 

Posted: Wednesday, January 12, 2022
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)