RECALL

এতটা ভালোবাসি | Etota Valobashi - Recall | Lyrics

যখন নিঝুম রাতে সব কিছু চুপ..
নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম..
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি..
এতটা ভালোবাসি….

এ কি অপরূপ সুন্দর
তার স্বপ্নের বর্ষা রাতে
আমি ভিজে ভিজে মরি
মিছে মগ্ন প্রভাতে…
দেখি ভিষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত…

আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি..
এতটা ভালোবাসি...
হুম….. এতোটা ভালোবাসি….

Posted: Thursday, August 7, 2014
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)