Mixed Mp3 Songs

আড়ালে আধারে | Arale Adhare - Unreleased Track | Lyrics

Lyrics:

আড়ালে আঁধারে আমি দাঁড়িয়ে তোমার বিপরীতে
আমার শহুরে কোলাহল তুমি পারোনি মানতে
এক পাশে তুমি আজ নিয়ে সব আলো
অন্য পাশে আমি একা
ভেবে যাই তোমাকে থেমে সেই পথে
ছিলো যেখানে শেষ দেখা

আজো আমি প্রতিহ্মায় বলে যাই নিজেকে
তুমি আসবে ফিরে দুহাত বাড়িয়ে
আজো আমি সেই সাথে খুজে ফিরি তোমাকে
তুমি এসে বলবে ভালোবাসো আমায়

বললেই হাসো বললেই কাদো
বদলাও এ হ্মনে হ্মনে
হাসালেই হাসো আবার
এই থেমে যাও উদ্বেগ ভরা চোখে
হূদয়ের মাঝে তুমি আমার
চাওয়া আর না পাওয়ার খেলা
জয়েও আজ পরাজয় আমার হলেও হলো

হাজার রঙের আচড়ে গড়া
আমার সেই তুমি
তোমার মাঝেই খুজেছি
আমি আমার জীবন ছবি
ক্যানভাসে আজো নেই তুমি
ছড়ানো সকল তুলি
বলো কি দিয়ে আঁকব তোমায়
তাই ফিরে এসো

আজো আমি প্রতিহ্মায় বলে যাই নিজেকে
তুমি আসবে ফিরে দুহাত বাড়িয়ে
আজো আমি সেই সাথে খুজে ফিরি তোমাকে
তুমি এসে বলবে ভালোবাসো আমায়

Posted: Saturday, August 9, 2014
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)