SHUNNO
রাজাহীন কোন রাজ্যে | Rajahin Kono Rajjo - Shunno | Lyrics
LYRICS:
রাজাহীন কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল
গড় বর্ণহীন রংধনু
চাইলে তুমি বুনতে পারো
স্বপনের রঙিন জাল
যদি নাও বা থাকে স্বপ্ন অপূর্ন
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি দিনকে
বলতে পারো চাঁদের কারাগার
ঝরাতে পারো অশ্রু উত্তপ্ত সূর্য হতে
যদি চাও তুমি গুনতে পার অগনিত তারা
মুছে দিতে পার তুমি রাতের অন্ধকার
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে..
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)