Mixed Mp3 Songs

তোমারও চোখের আঙ্গিনায় | Tomaro Chokher Anginay - Steeler Liton | Lyrics

Lyrics:

তোমারও চোখের আঙ্গিনায়
এখনও কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো
এখনও কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

এখনও কি আকাশে মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনও কি প্রথম প্রেমের মতো
পরশ বুলায় বৃষ্টি ধারা এসে
তোমার দীঘল চুলে

এখনও কি ছবি আঁকে মেঘের যত কালো
তুমি কি আমায় আগের মত বাসো ভালো

এখনও কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনও কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে
এখনও কি তেমনি করে
সাঁঝের প্রদীপ জ্বালো
তুমি কি আমায় আগের মত বাসো ভালো

Posted: Monday, August 11, 2014
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)