SHUNNO

গোধূলির ওপারে | Goudhulir Opare - Shunno | Lyrics

ভুলের স্রোতে ভুলে যাওয়া..
স্বপ্ন তোমার ফিরে পাওয়া..
ঘুম ফুড়োনোর ভোরে
তোমারি হতে চাওয়া..
মনের গভীরে রেখে দেওয়া..
স্বপ্নে তোমার একে যাওয়া..
ফেলে আসা গোধূলিতে
তোমাকেই খুঁজে ফেরা..
চলো আজ ফিরে যাই..
গোধূলির ওপারে.....

ঘুম মেলে আকাশটাকে..
হয়নি ধরা ভুলের স্রোতে..
হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া..
সূর্য ঢাকা ভোরের পথে..
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে..
তোমাকেই ফিরে পেতে
আমার অপেহ্মায়..
চলো আজ ফিরে যাই..
গোধূলির ওপারে.....

শব্দহীন বালুচরে..
ফিরে এসে আমার অগোচরে..
রাঙিয়ে দাও আজ তোমার রঙে..
রঙমশালের সেই আলোতে..
বলতে চাই আজ তোমাকে..
না বলা অনুভূতি ভাষায় ফেলে..
চলো আজ ফিরে যাই
গোধূলির ওপারে......

Posted: Tuesday, March 24, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)