SHUNNO

স্বপ্নঘুড়ি | Shopno Ghuri - Shunno | Lyrics

ভেজা ঘাস মাড়িয়ে
ছুটে চলি স্বপ্নের দেশে..
হঠাৎ কালো মেঘ
এসেছে যার আকাশে..
এমনি করে স্বপ্ন আমার
হারিয়ে যায় বৃষ্টিতে..
ভাঙ্গা স্বপ্নের
সূর ফিরে আসে আমাতে......

পুব আকাশে আবীর মেঘে
স্বপ্ন দেখবো আমি..
ভোরের স্বপ্ন সত্যি হবে
এ কথাই আমি জানি..
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি
হবো বলে স্বপ্নঘুড়ি......

জানালার ফাকে রোদ এসে
ঘুম ভাংগায় আমার..
হয়ত তখন ঘুমের ঘোরে
ছিলাম পাশে তোমার..
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর..
স্বপ্নের সাথে নিরন্তর......

Posted: Tuesday, March 24, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)