ARTCELL

এই বৃষ্টি ভেজা রাতে | Ai brishti Veja Raate - Artcell | Lyrics

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটেনা..
চাঁদ কেনো আলো দেয়না..
পাখি কেনো গান গায় না..
তাঁরা কেনো পথ দেখায় না..
তুমি কেনো কাছে আসোনা..

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়..
পাখি নির্ঘুম কন্ঠে বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়..

এই শরতের প্রভায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা..
ঘাসফুল কেনো ফোটেনা..
ছুঁয়ে ছুঁয়ে চলে যায়না..
মেঘের ভেলায় ভাসে না..
হেসে তুমি কেনো আসোনা..

ঝরে যাওয়া সব অস্রু বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়..
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়..

এই বসন্তের প্রভায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা..
পৃথিবী কেনো হাসেনা..
হৃদয় দোলা দেয়না..
আবেশে সে জড়ায় না..
তুমি কেনো কাছে আসোনা..

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটেনা..
চাঁদ কেনো আলো দেয়না..
পাখি কেনো গান গায় না..
তারা কেনো পথ দেখায় না..
তুমি কেনো কাছে আসোনা..

Posted: Saturday, May 23, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)