ARTCELL

দুঃখ বিলাস | Dukkho Bilash - Artcell | Lyrics

#Song: Dukkho Bilash
#Album: Anushilon
#Band: Artcell
#Lyrics-

তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা..
দেবে কি কেউ জীবনে
উষ্ণতার সত্য আশা..

ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটক-ই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালোবাসেনি..
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি..
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালোবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালোবাসেনি..
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি..
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি

এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শুন্যতা..
আঁধারে যত ছড়াই আলো
সব-ই আঁধারে মিলায়..
ও যে কোথায় হারালো
ব্যাথা কাকে যে শুধাই...

Posted: Saturday, May 23, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)