ARTCELL
ঘুনে খাওয়া রোদ | Ghune Khaoa Rod - Artcell | Lyrics
#Song: Ghune Khawa Rod
#Album: Oniket Prantor
#Band: Artcell
#Lyrics-
চারটি দেয়াল ক্রমশ
সরে আসে বৃত্তের ভেতরে
কমে আসে আলো বস্তুর
চারিপাশ এখন নীরব
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুনে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়...
স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখো দেখো দাঁড়ায়
সম্মোহিত শহর বাতাসের চোখে আজ
চোখে আজ নেশার উৎকট আলো
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুনে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়
বিবর্ণ সময়ের
জানালায় আজ ঘুনে খাওয়া রোদ
আমার শরীর মানে আমিও ছায়া
ছায়া মানে মৃত রোদ
আত্মহুতি দেয় তাদের
আলোর যৌবন সারাক্ষণ
মেঘে মেঘে ঢাকা পড়ে
চেনা অচেনা কত মুখ
ছায়ার শরীর ছায়ায় বাঁচে আলোর ভয়
জানালায় আজ ঘুনে খাওয়া রোদ...
Posted: Tuesday, August 25, 2015
#Album: Oniket Prantor
#Band: Artcell
#Lyrics-
চারটি দেয়াল ক্রমশ
সরে আসে বৃত্তের ভেতরে
কমে আসে আলো বস্তুর
চারিপাশ এখন নীরব
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুনে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়...
স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখো দেখো দাঁড়ায়
সম্মোহিত শহর বাতাসের চোখে আজ
চোখে আজ নেশার উৎকট আলো
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুনে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়
বিবর্ণ সময়ের
জানালায় আজ ঘুনে খাওয়া রোদ
আমার শরীর মানে আমিও ছায়া
ছায়া মানে মৃত রোদ
আত্মহুতি দেয় তাদের
আলোর যৌবন সারাক্ষণ
মেঘে মেঘে ঢাকা পড়ে
চেনা অচেনা কত মুখ
ছায়ার শরীর ছায়ায় বাঁচে আলোর ভয়
জানালায় আজ ঘুনে খাওয়া রোদ...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)