ARTCELL
তোমাকে | Tomake - Artcell | Lyrics
#Song: Tomake
#Album: Oniket Prantor
#Band: Artcell
#Lyrics -
#Album: Oniket Prantor
#Band: Artcell
#Lyrics -
তোমাকে আলো ভেবে
চোখ যে ঢেকেছি আধাঁরে নীরব থেকে
দেখেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো
হারিয়ে ফেলে চেয়েছি ফিরে
তোমার আলোকে
তোমাকে যখন-ই চেয়েছি
সত্তার অন্তরালে সংগোপনে
তখনি জেনেছি আলো হয়ে
আছো তুমি আমার আধাঁরে
আর যখন-ই ভেবেছি
বাধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ
সেখানে অন্য রঙ্গে
আকাঁ আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি এক
হাতরে ফিরি আলোর সিড়ি
তোমাকে যখন চেয়েছি
সত্তার অন্তরালে সংগোপনে
তখনি জেনেছি আলো হয়ে
আছো তুমি আমার আধাঁরে
আর যখন-ই ভেবেছি
বাধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনি ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে... তোমাকে....
চোখ যে ঢেকেছি আধাঁরে নীরব থেকে
দেখেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো
হারিয়ে ফেলে চেয়েছি ফিরে
তোমার আলোকে
তোমাকে যখন-ই চেয়েছি
সত্তার অন্তরালে সংগোপনে
তখনি জেনেছি আলো হয়ে
আছো তুমি আমার আধাঁরে
আর যখন-ই ভেবেছি
বাধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ
সেখানে অন্য রঙ্গে
আকাঁ আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি এক
হাতরে ফিরি আলোর সিড়ি
তোমাকে যখন চেয়েছি
সত্তার অন্তরালে সংগোপনে
তখনি জেনেছি আলো হয়ে
আছো তুমি আমার আধাঁরে
আর যখন-ই ভেবেছি
বাধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনি ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে... তোমাকে....
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)