Mixed - Band
শেষ প্রহর | Sesh Prohor - EF | Lyrics
চলছি একা ঘোর অরণ্যে..
ঢেকে যাচ্ছে সবুজ ঘেরা পথগুলো..
বিভ্রান্ত সময়ের সাথে..
নিখোঁজ এই সাহস মানতে আর পারছে না..
ছায়ার আড়াল ছুঁয়ে পায়..
নির্বোধ এক জীবন অস্থিরতার ছোঁয়াতে..
ঘিরে ধরে আমায় মৃত্যুর বেশে..
শেষ কি হবে প্রবল বর্ষণ এই রাতে..
শেষ কি হবে এই সরণি..
ঝরে যাচ্ছে প্রতিটি মুহূর্ত..
জড়িয়ে রাখবে স্মৃতির ছায়ায়..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)