FUAD

গঙ্গা | Gonga - Fuad ft. Upol | Lyrics

ছোটফটো সারা বেলা
দেবী তোমার দেখা নাই
জলের তলায় নুড়ির খেলা
গঙ্গা শুধু বয়ে যায়
মন নিয়েছ সংগোপনে
বাঁশির সুরে শান্তি নাই
ডুব দিয়েছি মরব বলে
মরণ পোড়া ভাগ্যে নাই

ভালোবাসা বিনা
বাঁচা তো যায় না

ওম নম মানব জনম
ওম সর্ব ত্রুটি ক্ষম

কামনার ওই মুখ
আমার পানে চায়
কেঁদে কেঁদে প্রতি স্রোতে
সাগরে হারায়
অকারণ ভুল তবু
কেনো হয়ে যায়
সাজানো জীবন ভেঙ্গে
আমি অসহায়

Posted: Wednesday, July 20, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)