SOULS
আলো আধারে | Alo Adhare - Souls | Lyrics
আলো আধারে ছিলে ছায়ার মত
জীবনের সামনে এলে অগোচরে
সাথী হবে ভাবিনি তুমি আমার
তুমি আছো আছো বহু কাছে
রাত শেষে সোনালী রোদে
ঘুম জড়ানো অলস সকাল বেলা
অবসরে পড়ার টেবিলে
গোধুলী ক্ষনে আমার গানে গানে
আলো আধারে ছিলে ছায়ার মত
জীবনের সামনে এলে অগোচরে
সাথী হবে ভাবিনি তুমি আমার
তুমি আছো আছো বহু কাছে
আর কিছু নয় শুধু তোমার ছোয়া
পীদিম জ্বালিয়ে সাজাবো এ ভুবন
দুরে যাওয়ার নেই নেই কোনো ভয়
জড়িয়ে আছো তুমি জীবন শাখা
Posted: Wednesday, August 31, 2016
জীবনের সামনে এলে অগোচরে
সাথী হবে ভাবিনি তুমি আমার
তুমি আছো আছো বহু কাছে
রাত শেষে সোনালী রোদে
ঘুম জড়ানো অলস সকাল বেলা
অবসরে পড়ার টেবিলে
গোধুলী ক্ষনে আমার গানে গানে
আলো আধারে ছিলে ছায়ার মত
জীবনের সামনে এলে অগোচরে
সাথী হবে ভাবিনি তুমি আমার
তুমি আছো আছো বহু কাছে
আর কিছু নয় শুধু তোমার ছোয়া
পীদিম জ্বালিয়ে সাজাবো এ ভুবন
দুরে যাওয়ার নেই নেই কোনো ভয়
জড়িয়ে আছো তুমি জীবন শাখা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)